Home সংবাদসিটি টকস “সুব্রতদার মুখটা বারবার ভেসে উঠছে” সুব্রতকে স্মরণ মমতার

“সুব্রতদার মুখটা বারবার ভেসে উঠছে” সুব্রতকে স্মরণ মমতার

প্রথমবার একডালিয়া এভারগ্রিনের পুজোয় নেই সেই সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার পুজো উদ্বোধনে গিয়ে দীর্ঘদিনের সহযোদ্ধা, প্রয়াত মন্ত্রীকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “সুব্রতদার মুখটা বারবার ভেসে উঠছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রথমবার একডালিয়া এভারগ্রিনের পুজোয় নেই সেই সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার পুজো উদ্বোধনে গিয়ে দীর্ঘদিনের সহযোদ্ধা, প্রয়াত মন্ত্রীকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “সুব্রতদার মুখটা বারবার ভেসে উঠছে।”

সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেই সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়। নারদ মামলায় তাঁদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দিন সিবিআই অফিস পর্যন্ত ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন, “যখন শুনলাম ওরা চারজন গ্রেফতার হয়েছেন, ওদের মধ্যে সুব্রতদাও রয়েছেন… আমি তখন মনে করলাম, সুব্রতদার মতো এত সিনিয়র মানুষকে ওরা ছাড়ল না। জেলে নিয়ে গেল অসম্মান করতে। আমি চুপ করে বসে থাকতে পারিনি। তাই ছুটে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে তো মামলাও করেছে, তা নিয়ে ভাবি না।” সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, ফিরহাদ হাকিম তাঁকে জানিয়েছেন, জেলে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বুকে ব্যাথা উঠেছিল। বললেন, “আমায় ববি আসতে আসতে বলল, জেলে গিয়ে সুব্রতদার বুকে ব্যাথা ওঠে। জেলে যখন বুকে ব্যথা ওঠে তখন ববি সুব্রতদাকে বলেছিল, হাসপাতালে গিয়ে ভর্তি হন। কিন্তু সুব্রতদা ববিকে বলেছিলেন… ববি, আমি খুব অসম্মানিত হয়েছি। আমাকে একটা বন্দুক দে। আমি নিজেকে গুলি করে শেষ করব। অন্য গুলিতে যারা আমায় অসম্মানিত করেছে তাদের শেষ করব।”

Topics

Durga Puja Celebrations Festivals Mamata Banerjee  Administration Kolkata

Related Articles

Leave a Comment