Home সংবাদসিটি টকস “ওদের পতন শুরু হয়েছে। টুপ করে খসে পড়বে” বিরোধীদের কটাক্ষের পাল্টা মমতার

“ওদের পতন শুরু হয়েছে। টুপ করে খসে পড়বে” বিরোধীদের কটাক্ষের পাল্টা মমতার

পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিরোধীদের মমতার মঙ্গলবার ভার্চুয়াল উদ্বোধনের পর বিরোধীদের কটাক্ষের জবাবে একরাশ খুব উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিরোধীদের মমতার মঙ্গলবার ভার্চুয়াল উদ্বোধনের পর বিরোধীদের কটাক্ষের জবাবে একরাশ খুব উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মাথার উপর সরকার আর কয়েকটা এজেন্সি নিয়ে ভাবছে সব কিছু করে ফেলবে। ওদের পতন শুরু হয়েছে। টুপ করে খসে পড়বে।’’

মমতা এ দিন রাজ্য সরকারের কর্মকাণ্ডের কথা তুলে বলেন, “আজকে আমরা খুশি। আমরা স্বপ্ন দেখেছিলাম বিশ্ববাংলা হবে বাংলা। আজকে ইউনাইটেড নেশন কন্যাশ্রীকে ফার্স্ট প্রাইজ দিয়েছে পাবলিক এওয়ার্ড। এদিকে ইউনেস্কো দুর্গাপূজোকে ইন্টানজিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। একইসঙ্গে ইউনাইটেড স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্ট ফোরাম বেস্ট ডেস্টিনেশন অব ট্যুরিজম হিসাবে পশ্চিমবঙ্গকে ঘোষণা করেছে। ”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “১০০ দিনের কাজেও আমরা প্রথম হয়েছি। বাংলা বাড়িতেও আমরা প্রথম হয়েছি। গ্রামীণ সড়ক যোজনায় আমরা প্রথম হয়েছি। স্কিল ডেভেলপমেন্টেও আমরা প্রথম হয়েছি। আমরা যারা ইন্ডাস্ট্রির সাথে ট্রেনিং নিয়ে নেবে তাদের মিলিয়ে দিয়েছি আমরা এপয়েন্টমেন্ট লেটার কারুর হাতে তুলে দিই নি, এটা ভুল। আমার চিফ সেক্রেটারির উপস্থিতিতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তুলে দিয়েছে সেই চিঠি। প্রবলেমটা কি হয়েছে আমি পড়ে জানলাম। একএক জন তিন জায়গা থেকে চিঠি পেয়েছে এটা একটা টেকনিক্যাল মিসটেক। এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে টি আই আই একটা নামকরা প্রতিষ্ঠান। তাদেরকে অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে ১৬০ জনকে নিয়ে সমস্যা হয়েছে তাদেরকে অল্টারনেটিভ চাকরি দাও।”

Topics

Durga Puja Celebrations Festivals  Mamata Banerjee Administration Kolkata

Related Articles

Leave a Comment