কলকাতা টুডে ব্যুরো: তৃতীয়াতেও উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী। বুধবার যে কয়টি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তার মধ্যে বেশিরভাগটাই তার কেন্দ্র ভবানীপুরের। এদিন প্রথমে বডিগার্ড লাইনে পুজো উদ্বোধন করে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তৃতীয় দফার ভার্চুয়ালি জেলার পুজো উদ্বোধন করেন তারপরেই একের পর এক প্রচুর উদ্বোধন করতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এই তালিকায় রয়েছে ৭৯ পল্লী দুর্গোৎসব, সুরুচি সংঘ দুর্গোৎসব, ২২ এর পল্লী দুর্গোৎসব, বকুল বাগান দুর্গোৎসব, অবসর দুর্গোৎসব, গোলমাঠ দুর্গোৎসব, বাটাম ক্লাব দুর্গোৎসব, পদ্মপুকুর দুর্গোৎসব, চক্রবেড়িয়া দুর্গোৎসব, স্বাধীন সংঘের দুর্গোৎসব, ভবানীপুর ৭৫ পল্লীর দুর্গোৎসব, ভবানীপুর ৭৬ পল্লীর দুর্গোৎসব, ২৩ পল্লী দুর্গা পুজো।
Topics
Durga Puja Celebrations Festivals Mamata Banerjee Administration Kolkata