Home সংবাদসিটি টকস পুজো শেষেও উৎসবের রেশ শহরে, কার্নিভাল ঘিরে ঝলমলে রেড রোড

পুজো শেষেও উৎসবের রেশ শহরে, কার্নিভাল ঘিরে ঝলমলে রেড রোড

করোনার জেরে মাঝে দু'বছরের বিরতির পর ফের পুরোনো ছন্দে কলকাতার কার্নিভাল। কলকাতার রেড রোডে শুরু হল Durga Puja Carnival 2022। সেখানে উপস্থিত রয়েছে মুখ্যমন্ত্রী Mamata Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনার জেরে মাঝে দু’বছরের বিরতির পর ফের পুরোনো ছন্দে কলকাতার কার্নিভাল। কলকাতার রেড রোডে শুরু হল Durga Puja Carnival 2022। সেখানে উপস্থিত রয়েছে মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এছাড়াও রয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও রয়েছেন। এ ছাড়াও টলিউডের ভাস্বর চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ঋত্বিকারা। তাতে শনিবার বিকেলে শহরের বুকে কার্যতই রঙের খেলা চলে। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর রেড রোডে প্রথম কার্নিভাল। ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাঁসর-করতাল-ঢাক বাজান মুখ্যমন্ত্রী, পা মেলালেন নাচের তালেও।

কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা হয়। মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর বসার মঞ্চ।তার দুই পাশে দর্শকাসন। আমন্ত্রিত বিদেশি অতিথিরাও। কড়া নিরাপত্তায় রেড রোড। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ। কার্নিভালে কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।

কলকাতার মোট ৯৪ টি পুজো কমিটি অংশগ্রহণ করেছে এবারের কার্নিভালে। এই তালিকায় রয়েছে, ১) আলিপুর বডি গার্ড লাইন্স ২) দক্ষিণ কলকাতা সর্বজনীন ৩) কলেজ স্কোয়ার সর্বজনীন ৪) বেহালা নূতন দল ৫) ভবানীপুর ৭৫ পল্লি ৬) অবসর ৭) সিংহী পার্ক ৮) কাশী বোস লেন ৯) হিন্দুস্থান পার্ক সর্বজনীন ১০) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ১১) আহিরীটোলা দুর্গোৎসব সমিতি ১২) বরানগর নতুন পাড়া দাদা-ভাই সংঘ ১৩) দমদম তরুণ দল ১৪) বেলঘরিয়া বাণী মন্দির ১৫) বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ১৬) ৪১ পল্লি ১৭) হালতু নন্দীবাগান দুর্গোৎসব ১৮) দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি ১৯) দমদম পার্ক তরুণ সঙ্ঘ ২০) বরানগর নেতাজি কলোনি লো ল্যান্ড ২১) ভবানীপুর মুক্তদল ২২) চোরবাগান সর্বজনীন ২৩) ভবানীপুর স্বাধীন সঙ্ঘ ২৪) পদ্মপুকুর বারোয়ারি সমিতি ২৫) তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব ২৬) কালীঘাট কিশোর সঙ্ঘ ২৭) পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ ২৮) এফ ডি ব্লক সর্বজনীন পুজো কমিটি ২৯) মুখার্জি ঘাট সর্বজনীন প্রসারিত সমিতি ৩০) এ কে ব্লক অ্যাসোসিয়েশন ৩১) ফাল্গুনি সঙ্ঘ ৩২) নবপল্লি সঙ্ঘ ৩৩) শিবমন্দির ৩৪) রামমোহন সম্মিলনী ৩৫) ফতেহপুর দুর্গোৎসব কমিটি ৩৬) আহিরীটোলা যুবকবৃন্দ ৩৭) নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব ৩৮) ১৪ পল্লি উদয়ন সঙ্ঘ ৩৯) ২৫ পল্লি ৪০) উল্টোডাঙ্গা বিধান সঙ্ঘ ৪১) ৪২) ভবানীপুর ৭০ পল্লি ৪৩) প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক ৪৪) ফরওয়ার্ড ক্লাব ৪৫) উত্তর হালদার পাড়া ক্লাব ৪৬) চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব ৪৭) ঠাকুরপুকুর এস বি পার্ক ৪৮) বেলঘরিয়া মানসবাগ দুর্গোৎসব ৪৯) দমদম পার্ক ভারত চক্র ৫০) বড়িশা প্লেয়ার্স কর্নার ৫১) গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব ৫২) বাটাম ক্লাব ৫৩) শান্তিপল্লি পুজো সমিতি ৫৪) কালীঘাট মিলন সঙ্ঘ ৫৫) গান্ধী কলোনি এন এস সি বোস ক্লাব ৫৬) বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব ৫৭) কাঁসারিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৫৮) কোলাহল সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৫৯) কামডহরি সুভাষপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৬০) বরিশা ক্লাব ৬১) হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব ৬২) বালিগঞ্জ ২১ পল্লি ৬৩) বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব (টালাপার্ক) ৬৪) উল্টোডাঙ্গা শুঁড়িরবাগান দুর্গোৎসব ৬৫) হাতিবাগান সর্বজনীন ৬৬) টালা প্রত্যয় ৬৭) চালতাবাগান লোহাপট্টি ৬৮) পূর্বাচল শক্তি সঙ্ঘ ৬৯) বারুইপুকুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব ৭০) বাবুবাগান সর্বজনীন ৭১) নেতাজি জাতীয় সেবাদল ৭২) বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব ৭৩) কালীঘাট যুবমৈত্রী ৭৪) সমাজসেবী সঙ্ঘ ৭৫) ৬৬ পল্লি ৭৬) সিকদারবাগান সর্বজনীন দুর্গোৎসব ৭৭) ৬২ পল্লি ৭৮) সন্তোষপুর লেকপল্লি ৭৯) বাদামতলা আষাঢ় সঙ্ঘ ৮০) হাতিবাগান নবীন পল্লি ৮১) গড়িয়া মিতালী সঙ্ঘ (নবদূর্গা) ৮২) বোসপুকুর তালবাগান সর্বজনীন ৮৩) অর্জুনপুর আমরা সবাই ক্লাব ৮৪) খিদিরপুর ৭৪ পল্লি ৮৫) আলিপুর সর্বজনীন ৮৬) কুমোরটুলি সর্বজনীন ৮৭) যোধপুর পার্ক শারদীয়া দুর্গোৎসব কমিটি ৮৮) অজেয় সংহতি ৮৯) বেলেঘাটা ৩৩ পল্লি ৯০) চক্রবেরিয়া সর্বজনীন ৯১) সুরুচি সঙ্ঘ ৯২) চেতলা অগ্রগনী ৯৩) যোধপুর পার্ক ৯৫ পল্লি ৯৪) ত্রিধারা সম্মিলনী

Related Articles

Leave a Comment