<span;>কলকাতা টুডে ব্যুরো: পুজোর আনন্দে মেতে উঠেছেন টলিউড-বলিউডের বিভিন্ন তারকারা ৷ অয়ন মুখোপাধ্য়ায়ের পুজোয় যেমন দেখা মিলেছে কাজল, রানি, মৌনিদের তেমনই বাংলার নায়িকারাও নিজেদের মতো করে উদযাপন করছেন এবারের দুর্গাপুজো ৷ যদিও বেজে গিয়েছে মায়ের বিদায়ের সুর ৷ আকাশ বাতাস আজ ভারী, ভারাক্রান্ত বাঙালির মন ৷ আবার একটা বছরের অপেক্ষা মা দুর্গার আগমনের জন্য ৷ তবে তার আগে নবমী নিশিতে আনন্দের উদযাপনে মেতে উঠলেন তারকারা ৷
<span;>নবমী মানেই হল ধুনুচি নাচ ৷ আর আবাসনের পুজোয় সেই ধুনুচি নাচেই মেতে উঠলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী৷ কসবার আবাসনেই এই পুজোর সময়টুকু কাটান এই ব্যস্ত অভিনেত্রী ৷ উত্তরবঙ্গ থেকে বাবা-মা’ও এসময় আসেন মেয়ের কাছে ৷ আর তাঁদের সঙ্গে পুজোয় মেতে ওঠেন এই রূপোলি পর্দায় নায়িকা ৷ মঙ্গলবারও তাঁকে দেখা গেল চেনা ছন্দে।