Home সংবাদসিটি টকস বিতর্কের মাঝে নিউ টাউন ক্লাবের পুজো উদ্বোধনে মিঠুন

বিতর্কের মাঝে নিউ টাউন ক্লাবের পুজো উদ্বোধনে মিঠুন

পুজোর প্যান্ডেল সম্পূর্ণ। সেই প্যান্ডেলের উদ্বোধন করতে সুদূর মুম্বই থেকে বালুরঘাট এসেছেন Mithun Chakraborty

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর প্যান্ডেল সম্পূর্ণ। সেই প্যান্ডেলের উদ্বোধন করতে সুদূর মুম্বই থেকে বালুরঘাট এসেছেন Mithun Chakraborty। কিন্তু, সেই পুজোর অনুমতি-ই দেয়নি প্রশাসন। রবিবার মিঠুন চক্রবর্তীর পুজো প্যান্ডেলের উদ্বোধনের প্রাক্কালে এমনই তথ্য প্রকাশ্যে এল। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের রাজনৈতিক মহলে। যদিও এই পুজোর অনুমতি নেওয়া ছিল। এখন প্রশাসন সেই অনুমতি বাতিল করেছে বলে দাবি BJP-র।

Balurghat পাওয়ার হাউস এলাকায় নিউ টাউন ক্লাবের পুজো নিয়েই বিতর্কের সূত্রপাত। প্রথম থেকেই এই পুজো নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। মণ্ডপের উচ্চতা বেশি থাকায় এই পুজোর অনুমতি নিয়ে শুরুতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল। যদিও সেই বাধা উপেক্ষা করেই মণ্ডপ তৈরি করা হয়। বর্তমানে পুজো মণ্ডপের কাজ সম্পূর্ণ। মহালয়ার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনের জন্য আনা হয়েছে BJP নেতা মিঠুন চক্রবর্তীকে। কিন্তু উদ্বোধনের আগেই ফের বাধল সমস্যা। মিঠুন চক্রবর্তী যে পুজোর উদ্বোধন করবেন অর্থাৎ নিউ টাউন ক্লাবের পুজোর অনুমতি এখনও দেওয়া হয়নি বলে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন। যদিও প্রশাসনিক অনুমতি নিয়েই মণ্ডপ করা হয়েছে বলে দাবি নিউ টাউন ক্লাবের পুজো উদ্যোক্তাদের।

যদিও পুজোর অনুমতি নিয়ে বিতর্কের মাঝেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় নিউ টাউন ক্লাবের পুজোর উদ্বোধন করেন Mithun Chakraborty ও Sukanta Majumdar। সকলকে ভালোভাবে পুজো কাটানোর বার্তা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। যারা হিংসা করেন তাদের গুরুত্ব দিতে নারাজ বলেও জানিয়েছেন রাজ্য BJP সভাপতি।

Topics

Durga Puja Celebrations Festivals Mithun Chakraborty Administration Kolkata

Related Articles

Leave a Comment