Home সংবাদসিটি টকস সোনারপুর লেবুতলা সর্বজনীন দুর্গোৎসব এর উদ্বোধনে সৌরভ

সোনারপুর লেবুতলা সর্বজনীন দুর্গোৎসব এর উদ্বোধনে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে গেলেও দুর্গাপুজোর উদ্বোধন করেন না। এ বছরই তার ৫০ পূর্ণ করেছেন। এই কারণে তাঁকে ঘিরে পুজো কমিটিগুলির মধ্যেও বাড়তি আবেগ, উন্মাদনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে গেলেও দুর্গাপুজোর উদ্বোধন করেন না। এ বছরই তার ৫০ পূর্ণ করেছেন। এই কারণে তাঁকে ঘিরে পুজো কমিটিগুলির মধ্যেও বাড়তি আবেগ, উন্মাদনা। বেহালায় বাড়ির পাশে বড়িশা প্লেয়ার্স কর্নারের তিনিই মুখ। সেই সঙ্গে গড়িয়া মিতালি সংঘের পুজোয় থাকছে লর্ডসের ব্যালকনি।

সোমবার দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর লেবুতলা সর্বজনীন দুর্গোৎসব এর উদ্বোধন করলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ জ্বেলে, দেবীর পায়ে ফুল দিয়ে আরতি করে দুর্গোৎসবের উদ্বোধন করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুজোর সময় পুজো দেখতে বিভিন্ন জায়গায় যাবেন তিনি।

Topics

Durga Puja Celebrations Festivals Sourav Ganguly  Administration Kolkata

Related Articles

Leave a Comment