Home সংবাদসিটি টকস খাওয়া দাওয়া, মন্ডপ দর্শন, পুজোর আনন্দেই কাটলো মহারাজের

খাওয়া দাওয়া, মন্ডপ দর্শন, পুজোর আনন্দেই কাটলো মহারাজের

পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুজোর আনন্দে যিনি মেতে উঠেছেন। মন্ডপে মন্ডপে গিয়ে উদ্বোধন থেকে শুরু করে ঢাক বাজিয়ে পুজোর স্বাদ চেটেপুটে নিতে ব্যস্ত মহারাজ।

মহাষ্টমীর দিন সকাল থেকে পুজোর আনন্দে মাতোয়ারা সৌরভ। সকালে অঞ্জলি দেন পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে। সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । এছাড়া ছিলেন শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সোমবার বিকেলে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে গিয়েছিলেন সৌরভ। প্রতিমা দর্শন করেন। তারপর সৌরভ বলেন, ‘পশ্চিমবঙ্গের পুজো পৃথিবীর শ্রেষ্ঠ। পাড়ার বাইরে এবার প্রথম পুজো দেখলাম এখানেই। আরও ২-৩টি ঠাকুর দেখব। পাড়ায় পুজো রয়েছে। খুব একটা বেরনো হয় না। তবে ৩-৪টে ঠাকুর দেখি।’

মঙ্গলবার সন্ধ্যায় গড়িয়ার মিতালি সংঘ সম্প্রদায়ের দুর্গা পূজা প্যান্ডেলে যান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। পূজা কমিটি গাঙ্গুলির জন্য প্যান্ডেল সংলগ্ন লর্ডস প্যাভিলিয়নের একটি প্রতিরূপ স্থাপন করেছিল।

Related Articles

Leave a Comment