কলকাতা টুডে ব্যুরো: করোনা কাটিয়ে উঠেছে আমাদের কলকাতা বলা যায় দু’বছর পর সকল বিধি-নিষেধ ছাড়া মন্ডপে মন্ডপে ঘুরে দুর্গাদর্শন করেছে শহরবাসী। এই আনন্দে পিছিয়ে নেই টলি তারকারাও। ঢাক বাজিয়ে সিঁদুর খেলে পুজোর আনন্দে ভেসেছেন অভিনেতা-অভিনেত্রীরাও।
বাড়ির পুজো, সিঁদুরখেলা.. মল্লিকবাড়ির পুজোর মধ্যমণি তিনি। আদরের মেয়ের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক নজর কাড়ে সবসময়। গোটা পুজো বাড়ির সবার সঙ্গে হাসি, আড্ডা আর তার মধ্যেই চলে আচার অনুষ্ঠান পালন। বিজয়া সেই সমস্ত আনন্দের যেন সাময়িক ইতি। বিষাদের সুরে ঘরের মেয়েকে বিদায়। পুজোয় কাটানো আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া পর্দায়।
পুজোর আনন্দ উপভোগে পিছিয়ে নেই রাজ-শুভশ্রীও। বিজয়া দশমীতে বর্ধমানে বাবার বাড়িতে এসে দেবী দুর্গাকে বরণ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে শুভশ্রীকে দুর্গাবরণে সঙ্গত দিলেন বিধায়ক তথা পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।
টলিপাড়ার গ্ল্যামারেস কুইন মিমি। রূপচর্চা থেকে ফিগার মেন্টেন সবকিছুই কঠোর হতে সামলাচ্ছেন মিমি। স্টাইলেও তার জুড়ি মেলা ভার।এবার পুজোয় টলিপাড়ার কুইন মিমির রূপের জাদুতে মাতোয়ারা ছিল আট থেকে আশি।
টলি পাড়ার কন্ট্রোভার্সি কুইন বললেই যার নাম মাথায় আসে তিনি নুসরত জাহান। কিন্তু এবার সমস্ত কন্ট্রোভার্সিকে প্রায় উড়িয়ে দিয়ে স্বামী ও ছেলের সঙ্গে তিনিও মাতলেন পুজোয়। সুশীল হান্ডেলে তিনি শেয়ার করেছেন তার পুজোয় মেতে ওঠার কিছু ঝলক।
পিছিয়ে নেই বুম্বাদাও। টলি ইন্ডাস্ট্রি মানেই যার কথা প্রথম মাথায় আছে তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর এবার পুজোয় তিনিও মাতলেন তার নিজের মতো করে বিভিন্ন মন্ডপে মন্তব্যে তিনি গিয়েছিলেন এবং সেখানে ঢাক বাজিয়ে নিজের পুজোয় মেতে উঠেছেন বাংলা ইন্ডাস্ট্রি এবং শুধুমাত্র তাই নয়, উদ্বোধন ও করেছেন তিনি। এবারের পুজো দুম্বাদার কাছে একটু বেশি স্পেশাল কারণ এবারের পূজোয় মুক্তি পেয়েছে তার নতুন ছবি কাছের মানুষ।
পুজোতে ভীষণ আনন্দ করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরনে ছিল লাল শাড়ি। নাকে পরেছিলেন নথ। নথ বিষয়টি অপরাজিতার সাজের অঙ্গ। আর যে কোনও পুজোতেই লাল শাড়ি তিনি পরেনই। এবারও সেই ব্যতিক্রম হয়নি অভিনেত্রীর সাজগোজে। টুকটুকে লাল শাড়িতে মা দুর্গাকে বরণ করলেন মন খুলে।
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ হল তৃণা সাহা আর এবার পুজোয় তৃণা সাহা মাতলেন তার নিজের মতো করে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই এক্টিভ তিনি তাই নিজের মতো করে তিনি লল
বিভিন্ন ধরনের রি বিভিন্ন ধরনের রিলস তিনি শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডলে । আর সুন্দরী তৃণার বিভিন্ন অঙ্গভঙ্গিতে রিলস দেখে মুগ্ধ নেটাগরিকরা। এছাড়াও মণ্ডপের বাইরে স্বামী নীল ভট্টাচার্য র সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিলেন তৃণা। এছাড়াও তার সঙ্গে ছিলেন তার বেশ কিছু বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন।
আবাসনের পুজোয় ধুনুচি নাতে মাতলেন দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সিঁদুর খেলা থেকে শুরু করে ধুনুচি নাচ, দশমীর দিনযাপনের গল্প। পুজোর প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া।