Home সংবাদসিটি টকস চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চক্ষুদানে ব্যস্ত প্রতিমার শিল্পীরা

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চক্ষুদানে ব্যস্ত প্রতিমার শিল্পীরা

রবিবার মহালয়া।এইদিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবী পক্ষের। এই বিশেষ দিনে দেবী দুর্গার চক্ষুদান হয়। কথিত আছে মহালয়ার দিন ওশুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবিবার মহালয়া।এইদিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবী পক্ষের। এই বিশেষ দিনে দেবী দুর্গার চক্ষুদান হয়। কথিত আছে মহালয়ার দিন ওশুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। রীতি অনুসারে কুমোরটুলি তে আজ নিয়ম মেনে চক্ষুদান করেন প্রতিমা শিল্পীরা।

মহালয়ার এই পূর্ণ তিথির সঙ্গে শহর জুড়ে শুরু হয়ে যায় পুজো। পুরান থেকে মহাভারত, মহালয়া নিয়ে বর্ণিত আছে নানা কাহিনী। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ রীতি, চক্ষুদান। সেই চক্ষুদানের মাধ্যমে কুমোরটুলিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েন শিল্পীরা। উদ্বোধন থেকে মন্ডপে প্রতিমা পাঠানো ইত্যাদির চাপে বেশিরভাগ প্রতিমার কাজই আগেভাগে শেষ করে রাখা হয়। তবে। নিয়ম করে কিছু প্রতিমার চোখ আঁকা হয়। এই বছর কুমোরটুলির ছবিটা একটু আলাদা। করোনা পরিস্থিতি কাটিয়ে ফের ছন্দে ফিরছে শহর। ফলে বায়না বেড়েছে। শহরের বিভিন্ন প্রান্তে প্রতিমা চলে এসেছে। উদ্বোধন হচ্ছে। সেই সঙ্গে গোটা শহর সেজে উঠেছে শারদীয়ার সাজে।

Topics

Durga Puja Celebrations Festivals Kumartuli Artists Administration Kolkata

Related Articles

Leave a Comment