Home সংবাদসিটি টকস পুজোর আগে বড় ঘোষণা মমতার

পুজোর আগে বড় ঘোষণা মমতার

পুজোর আগে পুলিসের নীচুতলার কর্মীদের জন্য একটি ওয়েলফেয়ার কমিটি তৈরি করে দিয়েছি। ওইসব পুলিসকর্মীদের আবেদনের ভিত্তিতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পুজোর আগে  পুলিসের নীচুতলার কর্মীদের জন্য একটি ওয়েলফেয়ার কমিটি তৈরি করে দিয়েছি। ওইসব পুলিসকর্মীদের আবেদনের ভিত্তিতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীচুতলার কর্মীদের ব্যাপারে অনেক কিছুই আমরা দেখতে পাই না। আমাদের সরকার পুলিসের উপরতলা ও নীচুতলার মধ্যে কোনও তফাত করে না। আগামিকাল পুলিস ডে হিসেবে আমি পুলিস ও প্রশাসনের সকলকে আমি আমার আগাম অভিনন্দন জানাচ্ছি। পুলিসে নিয়োগ সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিস কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে বয়সসীমা ছিল ২৭ বছর। সেই সীমা বাড়িয়ে ৩০ বছর করা হল।”

তিনি আরও বলেন, কলকাতা পুলিসের গাড়ির চালকরা পেতেন ১১ হাজার ৫০০ টাকা। বেঙ্গল পুলিসের ক্ষেত্রে দেওয়া হতো ১৩ হাজার ৫০০ টাকা। কলকাতার ক্ষেত্রে বেতন জেলার বর্তমান বেতনের সমান করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিসের এলাকা ছোট। জেলায় এলাকা অনেক বড়। বহুক্ষণ কাজ করতে হয়। তাই এবার জেলার গাড়ির চালকদের বেতন বাড়িয়ে ১৫ হাজার করে দেওয়া হল। যেসব চালক কন্ট্রাক্টে কাজ করেন তারা যদি পরীক্ষা দিয়ে স্থায়ী হতে চান তার ব্যবস্থা করা হবে। কলকাতা পুলিসের ওয়্যারলেস অপারেটররা বহুদিন প্রমোশন পাচ্ছেন না। এদের প্রমোশনের জন্য ববস্থা করা হবে। ওয়্যারলেস হেল্পারদেরও প্রমোশনের ব্যবস্থা করা হবে ।

Topics

Durga Puja CM Mamata Banerjee Administration Kolkata

Related Articles

Leave a Comment