Home সংবাদবর্তমান ঘটনা পুজো অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল আদালত

পুজো অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল আদালত

পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । এই নিয়ে জনস্বার্থ মামলা মঞ্জুর করল আদালত।জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । এই নিয়ে জনস্বার্থ মামলা মঞ্জুর করল আদালত।জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির আর্জি খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির।

গতবছরের ৫০ হাজার টাকার সঙ্গে এবার যোগ হল, আরও ১০ হাজার টাকা। এ বছর রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৬০ হাজার টাকা করে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সরকারি অনুদানের প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।’

Topics

Durga Puja  High Court Celebration Administration kolkata

Related Articles

Leave a Comment