কলকাতা টুডে ব্যুরো: প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই দুর্ঘটনা। জলপাইগুড়ির মাল বাজারে মাল নদীতে হড়পা বানে মৃত্যু হল ৮ জনের, নিখোঁজ বহু।
জলপাইগুড়ির মাল নদীতে বুধবার প্রতিমা বিসর্জনের সময় ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থল। সিভিল ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। বিপর্যয় যখন ঘটে, বিসর্জনের সময় বিসর্জন হড়পা বান যখন আসে তখন ঘটনাস্থলে ৮ জন কর্মী ছিলেন সিভিল ডিফেন্সের। হাজার খানেক মানুষকে সরানোর ক্ষেত্রে অসুবিধে হয়।”
জলপাইগুড়ির মাল নদীতে দুর্ঘটনা নিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর
জলপাইগুড়ির মাল নদীতে দুর্ঘটনা নিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর। “দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুর্ভাগ্যজনকভাবে হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে। এই কঠিন সময়ে তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জনের চিকিত্সা চলছে। ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কোনও খবর নেই, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য।”
An ex-gratia amount of Rs. 2 lakh will be given to the next of kin of the deceased and Rs. 50,000 to the injured.
For any assistance kindly reach out to the following helpline numbers- 03561230780 / 9073936815.
Let us stand together in these times of distress.
(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2022
এই ঘটনার পরই PMO-র তরফে ট্যুইট করে প্রধানমন্ত্রীর শোকবার্তা জানানো হয়েছে। PMO-র পক্ষ ট্যুইট করে জানানো হয়েছে, “দুর্গাপুজো পুজোর মাঝে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। যাঁরা তাঁদের কাছের মানুষদের হারালেন তাঁদের প্রতি সমবেদনা জানাই।”
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল PMNRF থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দুর্গাপুজোর আনন্দোৎসবের মধ্যে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকার এককালীন ক্ষতিপূরণ ।আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা : প্রধানমন্ত্রী @narendramodi
— PMO India (@PMOIndia) October 6, 2022