Home সংবাদসিটি টকস ইউনেস্কোকে ধন্যবাদ জানিযে কলকাতায় পদযাত্রা

ইউনেস্কোকে ধন্যবাদ জানিযে কলকাতায় পদযাত্রা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার কলকাতায় মহা পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও।

সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন। রেড রোডে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি।

Topics

Durga Puja Mamata Banerjee Celebrations Festival Administration Kolkata

Related Articles

Leave a Comment