Home সংবাদসিটি টকস পুজোয় ১০ দিন ছুটি, বাড়তি ছাড় বিদ্যুৎ বিলেও,জানালেন Mamata

পুজোয় ১০ দিন ছুটি, বাড়তি ছাড় বিদ্যুৎ বিলেও,জানালেন Mamata

এ বছর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার পুজো। তাই আয়োজনে খামতি থাকবে না, শহরের পূজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এ বছর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার পুজো। তাই আয়োজনে খামতি থাকবে না, শহরের পূজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারে পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকেই। টানা সরকারি ছুটি চলবে ৫ অক্টোবর দশমী পর্যন্ত। ৯ তারিখ লক্ষ্মীপুজো উপলক্ষে ছুটি থাকবে। এরপর ছুটি মিলবে ২৪ ও ২৫ অক্টোবর। কালীপুজো এবং দিওয়ালি উপলক্ষে ছুটি থাকবে ওই দুইদিন। এরপর ফের ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। ছটের জন্য ছুটি থাকবে ৩০ ও ৩১ অক্টোবর বলে জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘গতবার কত ছাড় দেওয়া হয়েছিল বিদ্যুৎবিলে? ৫০ শতাংশ। এবারের পুজো স্পেশাল বিশ্বের গর্ব, বিশ্বসেরা মা দুর্গা তাঁর পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। ফায়ার ব্রিগেডে পয়সা লাগে না। বিজ্ঞাপনে করও লাগে না। অনলাইন আবেদন চালু হয়ে গিয়েছে। বাকি কী থাকল? প্রথমে ২৫ হাজার অনুদান দিতে শুরু করেছিলাম। আগেরবার কত দিয়েছিলাম?’ উত্তর আসে,’৫০ হাজার।’ রাজ্যের কোষাগারের দৈন্যতার কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,’আমার কাছে কিছু নেই। ভাঁড়ার শূন্য। কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকা ৬০ হাজার করে দিলাম। কী খুশি তো?’ হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানান পুজো উদ্যোক্তারা।

১ সেপ্টেম্বর থেকে পুজোর আমেজ শুরু হয়ে যাচ্ছে রাজ্যে। ওই দিন ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে কলকাতায়। মমতা ঘোষণা করেন, দুপুর দুটোয় জোড়াসাঁকোয় শুরু হবে মিছিল।

Topics

Durga Puja Mamata Banerjee CM  Administration Kolkata

Related Articles

Leave a Comment