Home সংবাদসিটি টকস মমতাকে নিশানা বিজেপির

মমতাকে নিশানা বিজেপির

শহর জুড়ে সাজো সাজো রব। দুর্গা পুজো বাকি আর এক মাস। তারই মধ্যে বাংলার দুর্গাপুজোকে UNESCO র হেরিটেজ স্বীকৃতি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শহর জুড়ে সাজো সাজো রব। দুর্গা পুজো বাকি আর এক মাস। তারই মধ্যে বাংলার দুর্গাপুজোকে UNESCO র হেরিটেজ স্বীকৃতি। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়েছেন UNESCO র প্রতিনিধিরাও। ইতিমধ্যেই তাঁদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এই পরিস্থিতিতেই মমতার এই পদযাত্রাকে নিয়ে কটাক্ষ রাজ্য BJP-র। বৃহস্পতিবার বিজেপির মুখপাত্র অমিত মালব্য এদিন একটি টুইটে লেখেন, ‘ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের সম্মান জানিয়েছে দুর্গাপুজাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য একটি শোভাযাত্রা করছেন। তিনি এই স্বীকৃতির কৃতিত্ব নিতে চান। কিন্তু সত্যি এটাই যে, এই কৃতিত্বে তাঁর কোনও ভূমিকাই নেই। এই কৃতিত্ব এসেছে মোদী সরকারের অধীনস্থ সঙ্গীত নাটক অ্যাকাডেমির জন্য।’

শাসকদলকে নিশানা করতে পিছিয়ে ছিলেন না শুভেন্দুও।অমিতের এই টুইটকে রি-টুইট করে শুভেন্দু বলেন, ‘বাংলার দুর্নীতি এবং স্ক্যান্ডাল থেকে নজর ঘোরাতেই আজকে এই পদযাত্রা। বাঙালিরা বুদ্ধিমান তাঁরা সব বোঝেন।’

Topics

Durga Puja UNESCO Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment