কলকাতা টুডে ব্যুরো:ঢাক বাউল ছৌযের তালে সেজে উঠলো বর্ণাঢ্য শোভাযাত্রা।ইউনেস্কোর হেরিটেজ তকমা পেযেছে বাংলার দুর্গাপুজো। এই সুবাদে আন্তর্জাতিক এই সংস্থাকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার শহর জুড়ে শোভাযাত্রার আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া এবং সল্টলেকের পুজো কমিটিগুলোকে নিয়ে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বর্ণাঢ্য মিছিল শুরু করেন তিনি। এরপর সেন্ট্রাল অ্য়াভিনিউ, ধর্মতলা, রানি রাসমণি রোড হয়ে রেড রোডে শেষ হবে সেই মিছিল। মিছিলের পর রেড রোডে আয়োজিত হয় এক ধন্যবাদ গ্যাপন অনুষ্ঠানেও।
কলকাতার রাজপথে আগমনীর সুর বেজে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজপথে নামেন টলিউডের বহু অভিনেতা, সমাজের বিশিষ্ট মানুষজন। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার পুজো উদ্য়োক্তারা ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ফুটবল ক্লাবগুলো।
পদযাত্রা শেষে রেড রোডে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। বাউল গান, ছৌ নাচ , গানে সুরে উজ্জাপন করা হয় এই আনন্দের দিনকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর ও ইউনেস্কোর প্রতিনিধি এরিক ফল্ট এবং ইউনেস্কো কোনভেনসার অফ ইন্ডিয়ার সেক্রেটারি ডক্টর টিমটি কার্টিস।
নেতা নেত্রী সংসদ ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী। ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি অনেক দেশেই ঘুরেছি অনেক উৎসব দেখেছি কিন্তু দুর্গা পুজো একটা ইমোশন” তিনি উনেস্কোর দুইজন অতিথিকে উদ্দেশ্য করেও বলেন, ” আমি জানি না আপনার কলকাতার দুর্গা পুজো দেখেছেন কি না, আপনারা খ্রীষ্মাস দেখে থাকবে আরো অনেক উৎসব দেখে থাকবেন। বোম্বের গণেশ পূজায় দেখে থাকবেন । কিন্তু আপনাদের কলকাতার দুর্গাপূজা দেখা উচিত। আপনারা যদি ওই পাঁচ দিন কাটান তবে আপনার একটা অন্য শহর দেখতে পাবেন।”
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সম্মানের ও তক্ষমার জন্য উনেস্কো কে ধন্যবাদ জানিয়ে বলেন, ” ধর্ম যার যার উৎস সবার, আর উনেস্কোর কাছ থেকে পাওয়া যায় স্বীকৃতি আমাদের উৎসাহ আরো অনেক গুন বাড়িয়ে দিয়েছে” তিনি আরো বলেন, ২৪ শে সেপ্টেম্বর এই ইউনেস্কোর অতিথিরা একটি দল নিয়ে আবারো আসবেন, ঘুরে দেখবেন পুজো মণ্ডপ। ঘুরে দেখবেন কলকাতার হেরিটেজকে।
তিনি তার বক্তব্যে অর্থনৈতিক দিকটিও তুলতে ভোলেন নি। তিনি বলেন, বিটিশ কাউন্সিল ও খড়গপুর IIT র একটি সমীক্ষায় উঠে এসেছে পুজোর সময় ৪০ হাজার কোটি টাকার ব্যাবসা হয় এই শহরে। আর বহু শিল্প বহু বাণিজ্য হয় এই সময়ে। তিনি সকল পুজো কমিটিকে ধন্যবাদ জানান, কলকাতা দূর্গউৎসব কে এই জায়গায় নিয়ে আসার জন্য।
Topics
Durga Puja UNESCO Mamata Banerjee Celebrations Festival Administration Kolkata