কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার আচমকাই নবান্ন থেকে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁদের হাসিমুখে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে ছিলেন ধনখড়ের স্ত্রী সুদেশ ধনখড়ও। মমতা রাজভবনে ঢুকেই সুদেশের হাত ধরে থাকেন কয়েক মুহূর্ত। প্রায় ১ ঘণ্টা রাজভবনে সময় কাটান মুখ্যমন্ত্রী।
WB Chief Minister Smt. Mamata Banerjee presented her painting to the Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/mHmVBa7A1w
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022
রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথাবার্তার পর তাঁকে নিজের হাতে আঁকা ছবি উপহারও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যে উপহার পেয়ে যে তিনি খুব খুশি, সোশাল মিডিয়ায় তা প্রকাশও করেছেন রাজ্যপাল। পাশাপাশি সস্ত্রীক ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে গ্রেফতার করল সিবিআই
রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে মন্ত্রিসভা সায় দিয়েছে। রাজ্যপালকে সরিয়ে সেই পদে বসবেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত বিলকে আইনে পরিণত করতে রাজ্যপালের সই দরকার। সেই সংক্রান্ত আলোচনা এদিন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মধ্যে হতে পারে। যদিও কোনওপক্ষই এই বৈঠক নিয়ে মুখ খোলেনি।