Earthquake: বাংলাদেশে ফের ভূমিকম্প – শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হল বাংলাদেশে। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প হয়। উৎসের গভীরতা ছিল মাটি থেকে প্রায় ৫৫ কিলোমিটার নীচে।
সূত্রের খবর ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। শনিবার সকালে কম্পন টের পাওয়া যায়।এছাড়া ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়।
পাশাপাশি শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।
সূত্রের খবর ৯টা ৩৫ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি-সহ একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওদেশের আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশে অনেকেই ভূমিকম্প টের পেয়েছেন। আতঙ্কে তাঁরা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বলে জানা যাচ্ছে । তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।