Home সংবাদসিটি টকস ‘ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক অনেক দিন ধরে চলবে,’বললেন মমতা

‘ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক অনেক দিন ধরে চলবে,’বললেন মমতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বুধবার উদ্বোধন হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতার স্মৃতিতে নির্মিত “রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভের”।  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর উদ্বোধন করেন। বিকেল চারটে নাগাদ ক্লাবে এসে পৌঁছান মমতা। ক্লাবের পতাকা তুলে সোজা সংগ্রহশালার উদ্বোধন করতে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন গোটা সংগ্রহশালা। তাঁর সঙ্গে ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

মমতা বলেন, “যারা ওপার বাংলা থেকে এসেছেন, তাঁদের অনেক কষ্ট করতে হয়েছে। যাদবপুরে সংসদ থাকার সময় সেখানকার মানুষদের জন্য বিনা খরচায় পাট্টার ব্যবস্থা করেছিলাম।” তিনি যোগ করেন, “ইস্টবেঙ্গলের আর্কাইভ দেখছিলাম। এটা শুধু দেশ নয়, বিদেশের আর্কাইভের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমি সিএবি, মোহনবাগান ও অন্য ক্লাবকেও বলব আপনারাও এমন সংগ্রহশালা গড়ে তুলুন।”

মুখ্যমন্ত্রী বলেন, “দুই বছর আগে মোহনবাগান আইএসএল-এ খেলার জন্য এটিকে-র সঙ্গে জুড়ে গেল। তাই শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গেও জুড়ে গিয়েছিল ইনভেস্টর। তবে ওরা এ বার পিছিয়ে গেলেও সমস্যা হয়নি। কারণ, ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক অনেক দিন ধরে চলবে। সেটা আপনাদের জানিয়ে গেলাম। চিন্তা করার দরকার নেই।”

ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল মুখ্যমন্ত্রীর। কীভাবে হল এই চুক্তি হল এই প্রসঙ্গে তিনি বলেন, ”আমি একদিন রাধ্যেশ্যাম গোয়েঙ্কাকে বললাম, ”আপনাদের এত পয়সা। আপনারাও বাঙালি, কেন ইস্টবেঙ্গলের হাত ধরছেন না? তিনি বলেন, আপনি বললে নিশ্চয়ই করব। কথা রেখেছিলেন তারা। আমি ভাবিনি এত তাড়াতাড়ি এটা হবে। আমি চেয়েছিলাম মোহনবাগান খেললে ইস্টবেঙ্গলও খেলবে।”

Topics

East Bengal Museum Mamata Banerjee Football  Sports Kolkata

Related Articles

Leave a Comment