Home সংবাদসিটি টকস Sandeshkhali Incident: সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে ইডির আধিকারিক দল

Sandeshkhali Incident: সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে ইডির আধিকারিক দল

by Web Desk
Trinamool leader's residence attacked

তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি

রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি। আর সেই অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিকেরা। অভিযোগ, শাসকদলের নেতার অনুগামীরা তাদের ওপর হামলা করে। মারধরের কারণে, মাথা ফেটে গিয়েছে এক তদন্তকারীর। বিক্ষোভের মুখে পড়ে জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। ইডি সূত্রে খবর, মাথা ফেটে জখম হওয়া আধিকারিককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইডি সূত্রে খবর, সন্দেশখালিতে যে তিন আধিকারিক জখম হয়েছেন, তাঁদের মধ্যে এক জন হলেন সহকারী ডিরেক্টর রাজকুমার রাম। তিনি বাইরে থেকে এসেছিলেন বলে জানা যাচ্ছে। হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করানো হবে। জখম হওয়া বাকি দুই আধিকারিকের নাম অঙ্কুর এবং সোমনাথ দত্ত।

নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয়

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পাঁচ ইডি আধিকারিকের একটি দল তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।

স্থানীয় সূত্রে খবর, সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়ির দিকে এগোতেই তাদের পথে বাঁধা হয়ে দাড়ায় গ্রামবাসীদের একাংশ। যাঁরা শাহজাহানের অনুগামী বলে দাবি করা হচ্ছে। ইডি আধিকারিকেরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। এর পরেই তাঁরা দরজা ভাঙার চেষ্টা করেন।

অভিযোগ, সেই সময়েই তাঁদের ঘিরে ফেলে মারধর করা হয়। ধাক্কা গিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। শেষমেশ ধাওয়া করা হয় ইডি আধিকারিকদের এলাকা ছেড়ে চলে যেতে হয় তাদের। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িতে। সেই সময়েই তিন আধিকারিক জখম হয়েছেন বলে খবর।

Related Articles

Leave a Comment