কলকাতা টুডে ব্যুরো: শেষমেষ গ্রেফতার গার্ডেনরিচ কাণ্ডের মূল অভিযুক্ত আমির খান। অনলাইন গেমিং এর মাধ্যমে প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই ED-র অভিযানে আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। ইডির অভিযানের সময় থেকেই পলাতক ছিল অভিযুক্ত আমির খান। সূত্র মারফত জানা গিয়েছে, ইডির স্ক্যানারে আসার পর থেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল আমির। শেষ পর্যন্ত গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলকাতা পুলিশের পার্কস্ট্রিট থানায় গত বছর অভিযোগ দায়ের করা হয়েছিল ওই ঘটনায়। এরপর গার্ডেনরিচ এলাকায় আমির খানের বাড়িতে ইডির অভিযানের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। সেই সময় আমির বাড়িতে ছিল না। তার বাবা নিসার আহমেদ খান সেই সময় বাড়িতে ছিলেন। তিনি পেশায় পরিবহন ব্যবসায়ী। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের কাছে অভিযোগ আসার পর, কী কী পদক্ষেপ করেছিল পার্কস্ট্রিট থানা, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতে গাজিয়াবাদ থেকে কলকাতা পুলিশের জালসে ধরা পড়ল মোবাইল গেমিং অ্যাপ প্রতারণায় অভিযুক্ত আমির খান। কলকাতা পুলিশের জন্য এটি একটি বড় সাফল্য বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, পার্ক স্ট্রিট থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমির খানের খোজ চালানো হচ্ছিল পুলিশের তরফে। সেই সূত্র ধরে, উত্তর প্রদেশে তার খোঁজ পাওয়া যায়। শেষ পর্যন্ত গাজিয়াবাদে আমিরের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হল। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। গার্ডেন রিচের ঘটনায় অন্যতম অভিযুক্ত আমির খানের বিদেশে পালিয়ে যাওয়ার কোনও ছক ছিল কি না, সেই সব দিকগুলিও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Topics
ED Cash Amir Khan Administration Kolkata