সন্দেশখালীর ‘বাঘ’ নামে পরিচিত শাহজাহান শেখ
সন্দেশখালীর ‘বাঘ’ নামে পরিচিত শাহজাহান শেখ আবারও ইডির কবলে পড়লেন । একেই ৫০ দিনের উপর বেপাত্তা শাহজাহান তার খোঁজ চললেও এখনো অবধি ইডির নাগালে এসেই পৌঁছায়নি শাহজাহান। তবে এইবার তদন্তে এসেছে নতুন মোর। সূত্রের খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার ব্যবসায়িক লেনদেন, বিশেষত আমদানি ও রপ্তানি সংক্রান্ত বিষয়ে নতুন অভিযোগ দায়ের করেছে।এই অনিয়মের ভিত্তিতেই শুরু হয়েছে নতুন তদন্ত। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে, ইডি আধিকারিকরা কোনও সময় নষ্ট না করে , হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা সহ মোট ছয়টি জায়গায় তল্লাশি শুরু করেছে ।
প্রথমেই তার ঘনিষ্ঠ দের ঠিকানা থেকে তল্লাশি শুরু করা হয়েছে কারণ শাহজাহান এখনও ফেরার। সীমান্ত পেরিয়ে মাছ পাচার হতো কিনা, জমি-ভেরির টাকা বিনিয়োগে বেনিয়ম হয়েছে কি না সেই সব কিছু খতিয়ে দেখতে চায় ইডি। শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি চালিয়েছে। এছাড়াও বিরাটি-সহ উত্তর ২৪ পরগণার চার জায়গায় চলছে তল্লাশি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক ব্যবসায়ীর চিংড়ি মাছের বোরো ব্যবসা রয়েছে
সূত্রের খবর হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক ব্যবসায়ীর চিংড়ি মাছের বোরো ব্যবসা রয়েছে তার বাড়িতেই তল্লাশি চালাচ্ছে ইডি। এবং বিজয়গড়ে তল্লাশি চলছে আর এক ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে। শোনা যাচ্ছে এই অরুও সোম হলেন প্রাক্তন সরকারি কর্মী এবং তারও মাছের ব্যবসা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে এই ব্যবসায়ীদের সঙ্গে নাকি যোগাযোগ ছিল শাহজাহানের। মূলত আমদানি-রফতানির ব্যবসা করতেন এই ব্যবসায়ীরা।
শাহজাহান এখন কোথায় আছে তা নিয়ে রহস্য আরো গভীর হচ্ছে সন্দেশখালীর এই গল্পে আরো একটি স্তর যোগ হলো। এদিকে শাহজাহান কে আগামী ২৯শে ফেব্রুয়ারী ইডি ফের তলব করেছে। আগের তিনবার হাজিরা এড়িয়েছেন শাহজাহান।