Home সর্বশেষ সংবাদ Mahua Moitra: দেবের পর এবার মহুয়া! তৃণমূল বহিষ্কৃত সাংসদকে তলব ইডি-র

Mahua Moitra: দেবের পর এবার মহুয়া! তৃণমূল বহিষ্কৃত সাংসদকে তলব ইডি-র

by Web Desk
Mahua Moitra: দেবের পর এবার মহুয়া! তৃণমূল বহিষ্কৃত সাংসদকে তলব ইডি-র

সোমবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

আগামী সোমবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সূত্রের খবর, সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত করবে ইডি ।

বৃহস্পতিবার দুপুর থেকেই একের পর এক নেতার কাছে ইডির তলব এসেছে ইতিমধ্যেই। গরু পাচার মামলায় ইডির নোটিস পান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এছাড়াও অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয় বিধায়ক মুকুল রায়কে। দুজনকেই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে দেবকে।

তার পরেই তৃণমূল (TMC) নেত্রী মহুয়াকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগেই ডেকে পাঠানো হয়েছে বহিষ্কৃত সাংসদকে। আগামী সোমবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে।

সংসদে প্রশ্ন করার অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন মহুয়া মৈত্র

উল্লেখ্য ব্যবসায়ী বন্ধুর থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন মহুয়া মৈত্র। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। তবে এখনও কোন রায় দেয়নি শীর্ষ আদালত। তার মধ্যেই ইডির মুখোমুখি হতে হবে মহুয়াকে। ইতিমধ্যেই দেবের ইডি তলবকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে তোপ দেগেছে তৃণমূল।একই দিনে আরেক দলীয় নেত্রীকে ইডি তলবের প্রেক্ষিতে তৃণমূলের এই অভিযোগ আরও জোরদার হবে বলেই মত বিশ্লেষকদের।

Related Articles

Leave a Comment