কলকাতা টুডে ব্যুরো:সোমবার ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১০ ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। মঙ্গলবার আবার কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার প্রশ্নের উত্তর দিতে ইডি-র দফতরে পৌঁছছেন রাহুল গান্ধি।
সোমবার তাঁকে ১০ ঘণ্টা জেরা করেছেন ইডির আধিকারীকরা। কংগ্রেস নেতাকে জেরার প্রতিবাদে আজও রাজধানী দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কংগ্রেস নেতারা। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।
আরও পড়ুনঃ অভিষেকের বাড়িতে সিবিআই, জিজ্ঞাসাবাদ রুজিরাকে
রাহুল গান্ধীকে ইডির জেরাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। সোমবার থেকে কংগ্রেসের শীর্ষ নেতারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অধীর চৌধুরী থেকে শুরু করে পি চিদাম্বরমরা। তাঁদের গভীর রাত পর্যন্ত আটক করে রাখা হয়।