Home সংবাদসিটি টকস আজ ফের চাকরি প্রার্থীরা পথে নামলেন

আজ ফের চাকরি প্রার্থীরা পথে নামলেন

সংঘবদ্ধ হয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীদের ৯টি সংগঠন। শিয়ালদহ থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত এই বিক্ষোভ চলবে। মিছিল করার অনুমতি দিয়েছে আদালত।তাদের মধ্যে রয়েছে নবম-দশম, একাদশ-দ্বাদশ, নার্সদের সংগঠন সহ অন্যান্যরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:সংঘবদ্ধ হয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীদের ৯টি সংগঠন। শিয়ালদহ থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত এই বিক্ষোভ চলবে। মিছিল করার অনুমতি দিয়েছে আদালত।তাদের মধ্যে রয়েছে নবম-দশম, একাদশ-দ্বাদশ, নার্সদের সংগঠন সহ অন্যান্যরা। এদিন শিয়ালদহ স্টেশনের কাছ থেকে জমায়েত শুরু হয়। সেখান থেকে স্লোগান দিতে-দিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকর্মী মীরাতুন নাহারও।

এই মিছিলের ফলে বহু যাত্রী আটকে পড়েন তারই মধ্যে কিছু যাত্রী বলেন ওরাও চাকরির জন্য অনেক দিন থেকে করছে,তাদের দাবি ন্যায্য,মুখ্যমন্ত্রীর দেখা উচিত।অপরদিকে কিছু জন হরিনাম করে সরকারের কাছে তাদের আর্তনাদ তুলে ধরতে চেয়েছেন।

রুটির উপর এক চাকরি প্রার্থী ‘চাকরি চাই’ বলে লিখেছেন। তিনি বলেন, “আমরা ২০১৪ সালে প্রাথমিকে পাশ করেছি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমাদের সবাইকে নিয়োগ দেবেন। তবে রুটি-রুজি উনি কেড়ে নিয়েছেন। সেই কারণে রুটির উপর চাকরি চাই লিখেছি।”

তবে আজকের এই আন্দোলনে সামিল হয়নি এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাঁরা ইতিমধ্যেই নিয়োগ নিয়ে শিক্ষামম্ন্তরী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন। সেখানে তাঁদেরকে সময় দেওয়া হয়েছে। তাই তাঁরা চাইছেন এই আন্দোলন তাঁরা পৃথকভাবে চালাবেন। সেই কারণে এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন না এসএলএসটি চাকরি প্রার্থীরা।

মীরাতুন নাহার বলেন, “পশ্চিমবঙ্গে কোনও সরকার নেই। এখানে রয়েছে এক দলীয় শাসকদল। তাদের বিরোধীতা করার মতো কেউ নেই। আর বিরোধী দলগুলির সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা নেই। সেই কারণে এই সুযোগককে কাজে লাগিয়ে তারা মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বঞ্চিত যাঁরা, তাঁদের সঙ্গে আমি হাঁটব।”

Related Articles

Leave a Comment