কলকাতা টুডে ব্যুরো:প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয় এই ঈদ যা, কোরবানির ঈদ বা বকরি ঈদ নামেও পরিচিত। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক।এই শুভ মুহূর্তে সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন মোদি -মমতা
মোদি ট্যুইট করেছেন, “ঈদ মোবারক! ইদ-উল-আজহার শুভেচ্ছা। এই উৎসব আমাদেরকে মানবজাতির মঙ্গলের জন্য সম্মিলিত কল্যাণ ও সমৃদ্ধির চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করুক।”
Greetings to all on the occasion of Eid -al- Azha!
— Mamata Banerjee (@MamataOfficial) July 10, 2022
Eid Mubarak! Greetings on Eid-ul-Adha. May this festival inspire us to work towards furthering the spirit of collective well-being and prosperity for the good of humankind.
— Narendra Modi (@narendramodi) July 10, 2022
বকরি ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৮,২৫৭