Home সংবাদবর্তমান ঘটনা বনগাঁ–আসানসোল পুরসভা উপনির্বাচনে সবুজ ঝড়

বনগাঁ–আসানসোল পুরসভা উপনির্বাচনে সবুজ ঝড়

আসানসোল পুরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হয়।বুধবার তার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বনগাঁ–আসানসোল পুরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হয়।বুধবার তার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেস দলটি চোর বলে প্রচার করেছিল। কিন্তু এত প্রচার সত্ত্বেও মানুষ তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রাখলেন। ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা। ২ হাজার ১১৮ ভোটে পাপাই রাহা জয়ী হন।আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। সাড়ে চার হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে বিজেপি এবং চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস।

 

সাত ভোট গণনার পর দেখা যায়, মোট ভোট পড়েছে ৮৪৫৭৷ তার মধ্যে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় একাই পেয়েছেন ৬৬৮৩টি ভোট৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন ১২০৬টি ভোট৷ বিজেপি-র প্রাপ্ত ভোট ৪৮৫, কংগ্রেস পেয়েছে মাত্র ৮৩টি ভোট৷

অন্যদিকে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল৷ এই ওয়ার্ডটি তৃণমূলের দখলেই ছিল৷ কিন্তু পুরপ্রতিনিধির মৃত্যু হওয়ায় সেখানে উপনির্বাচন করতে হয়৷ এই ওয়ার্ডে অবশ্য দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে বিজেপি৷ তৃণমূলের জয়ী প্রার্থী পাপাই রাহা পেয়েছেন ২৮৪২টি ভোট৷ সেখানে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল পেয়েছেন ৭২৪টি ভোট৷ তৃতীয় স্থানে থাকা বামফ্রন্টের প্রার্থী পেয়েছেন ৩৩২টি ভোট৷ ২১১৮ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী৷

Topics

Elections Congress CPM BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment