Home রাজনৈতিক SSC মামলায় বুধবার সন্ধ্যে ৬ টার মধ্যে CBI এর কাছে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার নির্দেশ দিল আদালত

SSC মামলায় বুধবার সন্ধ্যে ৬ টার মধ্যে CBI এর কাছে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার নির্দেশ দিল আদালত

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের নির্দেশে বলা হয়েছে, সন্ধে ৬ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই।

 

 

এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে বলেছিল হাই কোর্টের বিচারপতি অভিজিতের একক বেঞ্চ। বুধবার ওই একই বেঞ্চের রায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকেও সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। এর পরই সিবিআই জানায়, পার্থ আসার আগে সুপারিশ কমিটির পাঁচ সদস্যকে বিকেল ৪টের মধ্যে সিবিআই দফতরে যেতে হবে।

 

আরও পড়ুনঃ আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই, জানাল কলকাতা হাইকোর্ট

 

এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক নিয়োগ মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় এদিন সিবিআই দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাজিরার নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের স্পষ্ট নির্দেশ, যদি প্রাক্তন শিক্ষামন্ত্রী তদন্তে অসহযোগিতা করেন, তাহলে তাঁকে গ্রেফতার করা যাবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে এসএসসি দুর্নীতি হয়েছে তা সঠিক তদন্ত করতে হবে। সিবিআই এই তদন্ত করবে।

Related Articles