Home খেলাধুলাফুটবল প্রথম ম্যাচেই স্ব-মাটি হার কাতারের, ২-০ গোলে জয় ইকুয়েডরের

প্রথম ম্যাচেই স্ব-মাটি হার কাতারের, ২-০ গোলে জয় ইকুয়েডরের

কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হল FIFA World Cup 2022-এর। কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল খুবই একতরফা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হল FIFA World Cup 2022-এর। কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল খুবই একতরফা। ইকুয়েডর প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েছিল এবং শেষ অবধি তা ধরে রাখে। কাতারকে একটি গোল করার সুযোগও তারা দেয়নি। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্বাগতিক দল নিজেদের প্রথম ম্যাচে হেরেছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরুর আড়াই মিনিটেই বড় নাটক দেখল বিশ্ব ফুটবল। ম্যাচ শুরুর পরই ভিএআর-এর কারণে প্রথম গোল বাতিল হয়ে যায়। অফসাইডের কারণে এমনটা দেখল বিশ্ব।

রবিবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। কাতার বিশ্বের প্রথম দল যারা ফিফার সবচেয়ে বড় আসরে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে হেরেছে। ম্যাচটি ছিল একতরফা। এমনকি তাদের গোল পোস্টের আশেপাশেও কাতারি খেলোয়াড়দের আঘাত করতে দেয়নি ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে দুটি গোলই করেন তাদের দলের অধিনায়ক ভ্যালেন্সিয়া।

কাতার ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে রেফারি ভার অর্থাত্‍ ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নেন। সেখানে খুব কঠিন সিদ্ধান্ত হলেও দেখা যায় হেড করার সময় অফসাইডে ছিলেন ভ্যালেন্সিয়া। তাই সেই বাতিল করার সিদ্ধান্ত জানান রেফারি। ফলে ফুটবল বিশ্বকাপ ২০২২-এর প্রথম গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

হাফ টাইমে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে আছে ইকুয়েডর। তার হয়ে দুটি গোলই করেছেন অধিনায়ক ভ্যালেন্সিয়া। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম গোল করে সেলিব্রেশন করল টিম ইকুয়েডর। প্রথম গোলটি অফসাইডে বাতিল করা হয়েছিল। পরে অবশ্য কোনও বিতর্ক হয়নি। বক্সের মধ্যে কাতারের গোলরক্ষক অবৈধ ফাউল করেন। দলের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে এগিয়ে দিলেন ইকুয়েডরকে। দ্বিতীয় গোলটি করেন ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। তিনি পেরেসিয়াদোর শটে বল হেড করে পোস্টে ঢুকিয়ে দেন। ৩১তম মিনিটে তার দুর্দান্ত হেডার ইকুয়েডরকে ২-০ গোলে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে বিশ্বকাপের অভিযান শুরু করে ইকুয়েডর।

Related Articles

Leave a Comment