কলকাতা টুডে ব্যুরো: সাত সকালে CBI হানা। সকাল ৭ টা নাগাদ রানিকুঠির ঝুনঝুনওয়ালা আবাসনে পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল। মোট পাঁচটি গাড়ি নিয়ে ওই আবাসনে পৌঁছয় তাঁরা। সূত্রের খবর, বাড়িটির নাম ভগবান্তদেবী ঝুনঝুনওয়ালা।ঝুনঝুনওয়ালা আবসনে পৌঁছনোর পর তল্লাশি চালায় গোয়েন্দারা। বন্ধ করে দেওয়া হয় বাইরের দরজা। অত্যন্ত নিরাপত্তার সঙ্গে তদন্ত চালান গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, আশীস ঝুনঝুনওয়ালা একটি নাম সামনে এসেছে। এই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ,কোটি কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করেছেন তিনি। সেই তদন্তের গতি বাড়াতেই এ দিন সাত সকালে সিবিআই-এর আর্থিক দুর্নীতি দমন শাখা সেখানে পৌঁছয়।