কলকাতা টুডে ব্যুরো:”কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যান তাঁদের ফিরিয়ে দেওয়া হয় যদি কেউ ফিরিয়ে দেন তাহলে আপনি বিডিও অফিসে যাবেন আর এফআইআর করবেন।”সোমবার বর্ধমানে মাটি উৎসবের সূচনা করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,”আমি ওসিকে নির্দেশ দেব সেটা দেখতে হবে যাতে কতোনও কৃষককে ধান নিয়ে ফিরে না আসতে হয়। যে দায়িত্ব নেবেন না তাঁর ক্ষমতায় থাকার কোনও দরকার নেই। কৃষকদের বিক্রি করা জিনিসের ওজন যেন সঠিক থাকে।”
এই সভা থেকে বিজেপি কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ,”বিজেপি কৃষক-বিরোধী। আমিই সর্বপ্রথম বিজেপির কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করেছি।”তাঁর সংযোজন,”কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না। কৃষকরাই আমাদের সম্পদ। বাংলার কৃষকদের আয় তিনগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ১১ বছরে ৫৭ লক্ষ টন শস্য উপাদন বেড়েছে। খাজনা মিউটেশন ফি আমাদের সরকারই মুকুব করেছি। কৃষকদের স্বার্থে আমি ২৬ দিন অনশনও করেছি।”