কলকাতা টুডে ব্যুরো: টলিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন। দমকলের ৮ টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। গোডাউনের পাশেই প্রচুর আবাসন রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে আগুন লাগার সময়ে গোডাউনে কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে। ফলে গোডাউনের ভিতর কারোর আটকে পড়ার সম্ভাবনা ক্ষীণ। তবে দমকলের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। কারণ দমকলের ইঞ্জিন এলেও জলের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে পাশের আবাসনগুলির রিজার্ভার থেকে জল নেওয়া হয়েছে। আবাসনের বাসিন্দারাও নিজেদের বাড়ির ছাদ থেকে পাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অরূপ বিশ্বাস। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। অরূপ বিশ্বাস বলেন, “৮টি ফায়ার টেন্ডার আছে। সব ঠিক আছে। আগে আগুন নেভানোটাই লক্ষ্য।” ফিরাদ হাকিম ছাড়াও এই দিন ঘটনা পরিদর্শনে আসেন সুজিত বসু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬ টার কিছু পর আগুন লাগে গোডাউনে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। গোডাউনের শেডটি টিনের। আগুনটি যেভাবে ছড়িয়ে পড়তে থাকে, প্রচণ্ড শব্দে টিনের শেড ফেটে ভেঙে পড়ে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুটা পর প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় আরও চারটি ইঞ্জিন। তবে গোডাউনের সামনের রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ। সেক্ষেত্রে ইঞ্জিন ঢুকতেও সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। তবে একটি মুভি সংস্থার গোডাউনে প্রচুর অত্যাধুনিক ও মূল্যবান যন্ত্র, সরঞ্জাম, ক্যামেরা ও ইলেক্ট্রনিক জিনিসপত্র রয়েছে। সেক্ষেত্রে কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। আগুন যেভাবে গ্রাস করেছে গোডাউনটিকে, তাতে ভিতরের অধিকাংশ জিনিসই পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত বলতে পারেননি দমকল কর্মীরা।