কলকাতা টুডে ব্যুরো: সংবাদ মাধ্যমের খবর সম্প্রচার হওয়ার পরেই নড়েচড়ে বসল কলকাতা পৌরসভা। বেহালার সরশুনার স্যাটেলাইট টাউনশিপের ১২৭ নম্বর ওয়ার্ডের যে দুটি ঝিল প্রায় দেড় বছর ধরে। পানা ভর্তি হয়ে রয়েছে দুটো ঝিলই। মশা জন্মাছে জলে। শনিবার সেই ঝিল দুটি পরিদর্শনে এলেন ফিরহাদ হাকিম।
ঝিল পরিদর্শন করে মেয়র জানান, খুব তাড়াতাড়ি এই দুটি ঝিল পরিষ্কার হবে এবং এখানে মাছ চাষ হবে। অনেকদিন ধরেই পড়েছিল আমি আগে জানলে আগে করে দিতাম আগে জানতে পারিনি। এখন পুরো বিষয়টা জানতে পেরেছি তাই পরিদর্শনে এলাম খুব তাড়াতাড়ি এই ঝিল দুটি আগের পরিস্থিতিতে ফিরে যাবে। এখানে ডেঙ্গু আতঙ্ক নেই কারণ নোংরা জলে ডেঙ্গু হয় না। এবং এখানকার মানুষকে আশ্বস্ত করলেন ভয় পাওয়ার কোন দরকার নেই খুব তাড়াতাড়ি এই ঝিল দুটি আগের জায়গা ফিরে যাবে।”
প্রসঙ্গত, বেহালার সরশুনার স্যাটেলাইট টাউনশিপের এর দুটো ঝিল এর বেহাল দশা। দুটো ঝিল এর আয়তন দুই একর করে। কোনো ঝিল পরিষ্কার হচ্ছেনা । প্রায় দেড় বছর ধরে। পানা ভর্তি হয়ে রয়েছে দুটো ঝিলই। মশা জন্মাছে জলে। মাছ চাষ বন্ধ হয়ে রয়েছে। রক্ষনা বেক্ষণ এর অভাবে ওই দুটি ঝিলের জল পচে গেছে। বহু মানুষ এলাকায় ডেঙ্গু জ্বর – এ আক্রান্ত। ফলে আতঙ্কতে দিন কাটছে ওই এলাকার সাধারণ মানুষ জন।