Home সংবাদসিটি টকস যারা পাড়ায় ময়লা ফেলে তারা গণশত্রু’, ডেঙ্গু নিয়ে কড়া বার্তা মেয়রের

যারা পাড়ায় ময়লা ফেলে তারা গণশত্রু’, ডেঙ্গু নিয়ে কড়া বার্তা মেয়রের

বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক এক পদযাত্রায় ওই ওয়ার্ডে যান মেয়র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক এক পদযাত্রায় ওই ওয়ার্ডে যান মেয়র। সেখানে বিভিন্ন খালি জমি দেখতে পান তিনি। সেখানকার অব্যবস্থা ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেন ফিরহাদ। যেভাবে আবর্জনা জমে রয়েছে, তাতে জল জমে মশার আঁতুরঘর তৈরি হওয়া অস্বাভাবিক নয় বলেই মনে করেন তিনি। এরপরই কেএমডিএকে নোটিস দেওয়ার কথা জানান তিনি। ফিরহাদ আরও জানিয়েছেন, কেএমডিএ-র কাছে পরিষ্কার করার যথেষ্ট পরিকাঠামো নেই। তিনি জানিয়েছেন, পুরনিগম পরিষ্কার করে দেবে, টাকা দেবে কেএমডিএ।

যারা পাড়ায় ময়লা ফেলে তারা গণশত্রু। এদের চিন্হিত করুন। প্রকাশ্যে আনুন। ডেঙ্গি মোকাবিলায় পথে নেমে ফের কড়া বার্তা মেয়রের। মডেল ওয়ার্ড হিসেবে চিন্হিত 101 নম্বর ওয়ার্ডে পথে পথে ঘুরে সচেতনতা বার্তা দেন তিনি। তিনি জানান, হু বারণ করেছে বলে মশা মারার ধোঁয়া দেওয়া বন্ধ করেছি। জনগণের উদ্দেশ্যে একাধিক সতর্ক বার্তা দেন মেয়র। এমনকি ডাব বিক্রেতাদের জন্য একটা গাইড লাইন ইস্যু করার কথাও বলেন ফিরহাদ। যাতে গোটা খোলার বদলে খোলা হাফ করে কেটে  ফেলা হয়।

এছাড়াও ডেঙ্গু নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যের পাল্টা জবাব দেন ফিরহাদ। তিনি সুকান্ত কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সুকান্তর নাম মুখে আনবেন না। ও যদি কথা দেয় ডেঙ্গি রুখে দেবে আমি এক্ষুণি পদত্যাগ করব।”

Related Articles

Leave a Comment