Home সংবাদসিটি টকস ‘ওরা করতে পারিনি আমরা করতে পেরেছি’, দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে SFI কে কটাক্ষ ফিরহাদের

‘ওরা করতে পারিনি আমরা করতে পেরেছি’, দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে SFI কে কটাক্ষ ফিরহাদের

ক্লাস বন্ধ রেখে কলেজে দুয়ারে সরকার ক্যাম্প! এমন ঘটনা নিয়েই এবার শোরগোল Nabagram Hiralal Paul College- এ। কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করার জন্য বিতর্ক দানা বেঁধেছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:  ক্লাস বন্ধ রেখে কলেজে দুয়ারে সরকার ক্যাম্প! এমন ঘটনা নিয়েই এবার শোরগোল Nabagram Hiralal Paul College- এ। কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করার জন্য বিতর্ক দানা বেঁধেছে।

এদিকে, কেন কলেজ বন্ধ রেখে ক্যাম্প করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে কোন্নগর শহর জুড়ে পোস্টার দিয়েছে SFI। গতকালই কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানায়, দুয়ারে সরকার ক্যাম্প চলার জন্য কলেজে পঠনপাঠন আজ বন্ধ থাকবে।

এই বিষয়ে শনিবার ফিরহাদ হাকিম বলেন, “একদিন যদি একটা স্কুলের জায়গা যদি ছুটির দিন দুয়ারে সরকার করা হয় তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে। এসএফআই য়ের এত সমস্যা কেন হচ্ছে ওরা করতে পারিনি আমরা করতে পেরেছি। ওরা ভোট পাবে পাবে না আর আমরা ভোট পেয়ে যাচ্ছি।”

Related Articles

Leave a Comment