কলকাতা টুডে ব্যুরো:গোরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বেশ কিছুদিন ধরে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। কেষ্টর গ্রেফতারির পর থেকে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিল দল। সোমবার আরও একবার অনুব্রতর পাশে দাঁড়িয়ে তাঁকে ‘বাঘ’-র সঙ্গে তুলনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয় মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
এর পাশাপাশি আদলত ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছেন তৃণমূলের প্রথমসারির এই নেতা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন,অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, আমি এখনও এটা মনে করি।” সোমবারই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য ED কে অনুমতি দিয়েছে আদালত। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “কোর্টের ওপর আমাদের বিশ্বাস রাখা উচিত। আদালত কখনও অবিচার করবে না। উপরে ভগবান ও নিচে আদালত এদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে।”