Home সংবাদসিটি টকস অর্জুন চৌরাসিয়ার পোস্টমর্টেম রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন Firhad Hakim

অর্জুন চৌরাসিয়ার পোস্টমর্টেম রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন Firhad Hakim

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অর্জুন মৃত্যু কাণ্ডেকেন্দ্রের মন্ত্রীই ঠিক করে দিচ্ছেন সেনাবাহিনীর অধীনে পোস্টমর্টেম হবে। তাই পোস্টমর্টেম রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ প্রশ্ন তুলেছেন,”যদি নিরপেক্ষভাবে পোস্টমর্টেম রিপোর্ট দেন এবং সেখানে প্রমাণিত হয়, অর্জুন চৌরাশিয়া আত্মহত্যা করেছিলেন, তাহলে কি ওই পোস্টমর্টেম করা আধিকারিকের চাকরি থাকবে?” নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয়, আসল সত্য যাতে উদঘাটিত হয় সে বিষয়েও আবেদন জানিয়েছেন ফিরহাদ।

এ দিন ফিরহাদ বলেন, “একজন ব্যক্তির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে, এজেন্সি কোনও রিপোর্ট দেওয়ার আগে, এমনকি পোস্টমর্টেম হওয়ার আগেই একজন কেন্দ্রীয় মন্ত্রী দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা বলছেন।”

ইতিমধ্যে শেষ হয়েছে অর্জুনের ময়নাতদন্তের প্রক্রিয়া। এ দিন উপস্থিত ছিলেন আর জি করের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান সোমনাথ দাস। ছিলেন কল্যাণী এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসকও। ইস্টার্ন কমান্ডের তরফে এ দিন ময়নাতদন্ত করেন দু’জন চিকিৎসক। একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। একজন প্যাথোলজিস্টও উপস্থিত ছিলেন।

Topics

Firhad Hakim BJP TMC  Administration Kolkata

Related Articles