কলকাতা টুডে ব্যুরো: শনিবার ,কলকাতা পৌরসভার উদ্বেগে মহানায়কের জন্মদিন পালন করা হয়। উত্তম কুমারের ৯৬ তম জন্ম দিবসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম। উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মঞ্চ থেকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য শোনা যায় তার গলায়।সৌগত রায় প্রসঙ্গে তিনি বলেন,’ জানিনা কি বলেছেন। আমরা গান্ধীবাদী। মার খেয়েই বড় হয়েছি। অত্যাচারিত দের পাশেই মানুষের সহানুভূতি থাকে। মমতা ব্যানর্জির সরা গায়ে মারের দাগ। সিপিআই এমের মার। জনশক্তি শেষ কথা বলে’
রাজু সাহনি গ্রেফতার প্রসঙ্গ উঠলে তিনি বলেন,” কোনো না কোনো ব্যাপারে সবাইকে অ্যারেস্ট করছে। আদালতের ব্যাপারে বলব না।”
তিনি আরো বলেন,” আগেও অমর্ত্য সেন বলেছে ইকোনমি শেষ হয়ে যাচ্ছে। দিল্লিতে যে ইকোনমিস্ট পলিসি তৈরি করছেন তারা সব থেকে ভাল জানেন। বেকারত্ব বাড়ছে, জিডিপি কমছে, শ্রীলঙ্কা না হয়ে যায়। নোটবন্দী থেকে শুরু । শুধু ধর্মীয় আবেগ দিয়ে আটকানো যাবে না।”
Topics
Firhad Hakkim BJP TMC Administration Kolkata