কলকাতা টুডে ব্যুরো: শুরু হয়েছে বিজেপির নবান্ন অভিযান। এরই মধ্যে অভিযোগ পুলিশের তরফে বিভিন্ন জায়গায় বাঁধার মুখে পড়তে হচ্ছে বিক্ষোভকারীদের। কোথাও বাস আটকে দেওয়ার অভিযোগ আবার কোথাও স্টেশনে পুলিশের বাধা। এই নিয়েই সরব বিজেপি। বিজেপির তরফে বার বার দাবি করা হচ্ছে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার পালনে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতৃত্ব।
এই প্রসঙ্গে পাল্টা ফিরহাদ বলেন,”বিজেপির লোক নেই। ওরা লম্বা করে এক লাইনে দাঁড়ালেও ওরা নবান্ন অবধি পৌঁছতে পারবে না। ওদের লোকই তো নেই৷ ভিন রাজ্য থেকে বাসে করে সমাজবিরোধীদের আনা হয়েছে। যাদের লোক নেই তাদের কেন বাধা দেব? বাধা দিয়ে কি হবে। ” তিনি আরও বলেন,”গার্ড রেল বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তার কারণ সুরক্ষা নির্দেশিকা৷ আমাদের রাজ্যে গণতন্ত্র আছে নষ্ট হয়ে যায়নি। তাই বিরোধীরা প্রতিবাদ করতে পারে।”
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata