কলকাতা টুডৈ ব্যুরো:কেউ বা কোন সংস্থা কোন পানীয় জল এর কাউন্টার খুলতে চান তবে তাকে কোন প্রফেশনাল সংস্থার সঙ্গে রক্ষণাবেক্ষণ নিয়ে চুক্তিবদ্ধ হতে হবে। এ কথা জানালেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ,”শহরজুড়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে,ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রাখা হলেও প্রপার রক্ষণাবেক্ষণের অভাবে পরিস্রুত ঠান্ডা পানীয় জল অনেক সময়েই পাচ্ছেন না সাধারণ মানুষ।”
রক্ষণাবেক্ষণের অভাবে এই জল পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বা পেটের গোলমালে ভুগছেন।
যে সমস্ত ঠান্ডা পানীয় জলের এধরনের কাউন্টার দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হীন অবস্থায় পড়ে রয়েছে। সেগুলি জলের কানেকশন কেটে দেবে কলকাতা পুরসভা। এই জাতীয় শক্তির কাগজপত্র কলকাতা পুরসভাকে জমা করলে তবেই কলকাতা পুরসভা জলের সংযোগ বজায় রাখবে বলেও এদিন জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।