Home সংবাদসিটি টকস শহর জুড়ে নিকাশি ব্যবস্থার ওপর জোর দিচ্ছে পুরসভা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

শহর জুড়ে নিকাশি ব্যবস্থার ওপর জোর দিচ্ছে পুরসভা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের নবনির্মিত মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম।

আগামী ১লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছ থেকে একটি বর্ণাঢ্য মিছিল করা হবে। যেটি শেষ হবে কলকাতার ঐতিহ্যবাহী সুপ্রাচীন টাউন হলের সামনে। বিগত দুবছর শহর কলকাতায় করোনা সংক্রমণের জেরে দুর্গা পুজো সেভাবে পালন করা সম্ভব হয়নি। বর্তমানে সমগ্র দেশ ও রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এবছর রাজ্য সরকার এর উদ্যোগে শহর কলকাতায় ধুমধাম করে দুর্গাপুজোয় আনন্দ করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

সাধারণ মানুষের পাশাপাশি, সমস্ত পুজো উদ্যোক্তারা এদিন পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে এই বর্ণাঢ্য মিছিলে, বলেও জানান ফিরহাদ।

আগামী বুধবার থেকে শহর শহরতলী সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এই খবর পাওয়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে সমস্ত পাম্প হাউস ও পাম্প সেট গুলিকে প্রস্তুত রাখা হয়েছে। অতি ভারী বৃষ্টি হলে শহর কলকাতায় জল হয়তো জমবে,তবে অতি দ্রুত যাতে এই জল নিষ্কাশন করে বের করে দেওয়া যায় সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থাটি পাকা করে রাখা হয়েছে। অতি দ্রুত জলকে নামিয়ে ফেলা পর্যন্ত শহরবাসীকে কিছুটা দুর্ভোগ হয়তো পোহাতে হবে বলেও এদিন জানান মেয়র ফিরহাদ হাকিম।

Topics

Firhad Hakim Mayor KMC Administration Kolkata

Related Articles

Leave a Comment