Home সংবাদসিটি টকস শুধু জমা জল নয় জল কষ্টও থাকবে না আগামীতে, দাবি ফিরহাদের

শুধু জমা জল নয় জল কষ্টও থাকবে না আগামীতে, দাবি ফিরহাদের

শুধু জমা জল নয় জল কষ্টও থাকবে না আগামীতে, এমনটাই জানালেন পৌরোপিতা ফিরহাদ হাকিম। তিনি জানান, "আমাদের বোর্ড যতদিন আছে তত দিনের মধ্যে কলকাতা শহরের কোথাও আর বৃষ্টি হলে এক ঘন্টার বেশি জল জমবে না

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুধু জমা জল নয় জল কষ্টও থাকবে না আগামীতে, এমনটাই জানালেন পৌরোপিতা ফিরহাদ হাকিম। তিনি জানান, “আমাদের বোর্ড যতদিন আছে তত দিনের মধ্যে কলকাতা শহরের কোথাও আর বৃষ্টি হলে এক ঘন্টার বেশি জল জমবে না। আমরা কলকাতার ম্যাপ নিয়ে নতুন করে একটা প্ল্যান তৈরি করছি। যাতে কোথায় ড্রেনেজ পাম্পিং স্টেশন করলে জমা জলের সমস্যা থাকবে না তা খতিয়ে দেখে প্রজেক্ট নেওয়া হচ্ছে। নতুন করে জল পরিশোধনাগার হবে গড়িয়াতে এ ছাড়াও জয় হিন্দ জযল প্রকল্পের ক্ষমতা বাড়ানো হবে, জল কষ্টেও আর ভুগবেন না কলকাতার বাসিন্দারা।

তিনি জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে বলেন, “কলকাতায় এবার একটা অদ্ভুত আবহাওয়া। বৃষ্টি কম কিন্তু মশা বাহিত রোগ বেশি। মানুষের সচেতনতার একটা অভাব বারবার বলেও কাজ হচ্ছে না। আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং পুরসভার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে তবুও সচেতনতার অভাব। সব মানুষের মধ্যে যখন সচেতনতা এসে যাবে তখন একটাও ডেঙ্গু হবে না একটাও মৃত্যু হবেনা।”

তার বক্তব্যে উঠে আসে বোলপুরের শিশু মৃত্যুর প্রসঙ্গ। তিনি বলেন,”বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন শুভেন্দু অধিকারী। পুলিশ অ্যাকশন নিচ্ছে কিনা এটা বড় কথা ।এটা সম্ভব নয় যে প্রতিটি মানুষের পেছনে একজন করে পুলিশ দাঁড়িয়ে থাকবে! আমি চাইনা একটাও ক্রাইম হোক। কিন্তু অন্যান্য বিজিবিশ্বাসিত রাজ্যের তুলনায় এরা যে অপরাধ অনেক কম। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে। এখানে মৃতদেহ উদ্ধার থেকে দোষীকে গ্রেপ্তার সবই পুলিশ করেছে। আমরা চাইবো যে দ্রুত শাস্তি হোক।”

Related Articles

Leave a Comment