কলকাতা টুডে ব্যুরো:মাঝ আকাশে নিখোঁজ বিমান। নেপালের একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এয়ারক্রাফ্ট অথরিটির । জানা গিয়েছে, পোখরা থেকে জমসনগামী তারা এয়ার সংস্থার ওই বিমানটিতে মোট ২২ জন যাত্রী রয়েছেন। যার মধ্যে চার জন ভারতীয়।
এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। তারপরই মাঝ আকাশে আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে তিনজন জাপানি নাগরিকও রয়েছেন। বাকিরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।
আরোও পড়ুন: টুইট করে পরেশের পরিবারের ৩১ জন সদস্যদের নামের তালিকা প্রকাশ করলেন Subhendu Adhikary
সেক্ষেত্রে বিমান ভেঙে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। ফের বিমানে বিপত্তি হওয়ায় চিন্তিত নেপাল প্রশাসন। নেপালে মাঝ আকাশ থেকে বেপাত্তা বিমানকে নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা আরও বাড়ছে।