ভাইব্র্যান্ট গুজরাট সামিট ২০২৪
বুধবার থেকে গান্ধীনগরে শুরু হয়েছে ভাইব্র্যান্ট গুজরাট সামিট ২০২৪। আর সেখানেই এবার গৌতম আদানির (Gautam Adani) সংস্থা গুজরাটে (Gujarat) বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিল। এই ঘোষণা আদানি নিজেই করলেন এদিন।
আগামী ৫ বছরে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন গৌতম আদানি। কি কি রয়েছে এই প্রতিশ্রুতিতে তাও জানান তিনি। এর ফলে হবে প্রচুর কর্মসংস্থান। ১ লক্ষ চাকরির সুযোগ হবে বলেও দাবি করেছেন তিনি । পাশাপাশি এদিন মোদি-বন্দনাও করতে দেখা যায় তাঁকে। আদানির কথায়, ”আপনার নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যেই ভারত উন্নত দেশে পরিণত হবে। ভারতকে শক্তিশালী দেশে পরিণত করবেন আপনিই।”
হিন্ডেনবার্গ মামলায় স্বস্তির মুখ দেখেছেন আদানি
উল্লেখ্য, বছরের শুরুতেই হিন্ডেনবার্গ মামলায় স্বস্তির মুখ দেখেছেন আদানি । সুপ্রিম কোর্টেই মেলে সেই বিচার । শীর্ষ আদালত জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় SEBI-র তদন্তের উপরই ভরসা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার।
প্রসঙ্গত ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স’ অনুসারে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পান তিনি। সুপ্রিম কোর্টের এই রায়ে তিনি জানান, ”সত্যের জয় হয়েছে। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবেই ভারতের উন্নয়নের কাজ চালিয়ে যাব।”