Home সংবাদবর্তমান আপডেট Ahmedabad: পায়ুদ্বারে সাড়ে পাঁচ কেজি সোনা লুকনো! পাচারের আগেই বিমানবন্দরে গ্রেপ্তার যাত্রী

Ahmedabad: পায়ুদ্বারে সাড়ে পাঁচ কেজি সোনা লুকনো! পাচারের আগেই বিমানবন্দরে গ্রেপ্তার যাত্রী

by Web Desk
Ahmedabad: পায়ুদ্বারে সাড়ে পাঁচ কেজি সোনা লুকনো! পাচারের আগেই বিমানবন্দরে গ্রেপ্তার যাত্রী

নতুন নতুন কৌশলে জেরবার কাস্টমসের আধিকারিকরা

সোনা পাচারের কথা আমরা  প্রায়ই শুনে থাকি তবে  নতুন নতুন কৌশলে জেরবার কাস্টমসের আধিকারিকরা। অস্ত্রপচারে চামরার ভিতরে, গিলে খেয়ে অথবা অস্ত্রপচারে পেটের মধ্যে করে সোনা পাচারের কথা হামেশাই সোনা যায়। তেমন কাজ না করায় শুরুতে বুঝতে পারেননি গোয়েন্দারা। তবে সন্দেহজনক হাবভাব দেখে বিমানবন্দর থেকে ওই যাত্রীকে আটক করা হয়েছিল। নির্দিষ্ট পরীক্ষার পর চমকে যায কাস্টমস। ওই যাত্রী পায়ুদ্বারের ভিতর সোনা ভরে রেখেছিলেন। সোনার পেস্ট তৈরি করে তা পায়ুদ্বারে ভরে রেখেছিলেন তিনি।

কাস্টমস ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি গুজরাটের (Gujarat) আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে। বিমানে চেপে সোনা পাচার করতে গিয়ে কাস্টমসের আধিকারিকদের হাতে ধরা পড়েন ওই যাত্রী। পেস্ট বানিয়ে পাযুদ্বারে ভরে ওজনের সোনা পাচার করছিলেন তিনি। যদিও এত করেও শেষ রক্ষা হল না। ধরা পড়ে যান তিনি। এর পর হাসপাতালে চিকিৎসকরা সাড়ে পাঁচ কিলোগ্রাম সোনা উদ্ধার করেন।

Related Articles

Leave a Comment