Home রাজনৈতিক ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ-এর প্রার্থী হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ-এর প্রার্থী হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য ক্ষমতাসীন এনডিএ-এর প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়! শনিবার এই ঘোষণা করেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা।

 

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “কৃষক পুত্র জগদীপ ধনখড়…তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। গত তিন বছর ধরে তিনি জনগণের রাজ্যপাল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।” উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি তুলে বউবাজার থানার সামনে বিক্ষোভ বিজেপি-র

 

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের lসঙ্গে সাক্ষাৎ করেন জগদীপ ধনখড় । শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি। এদিন বিকেলেই বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকেই এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Related Articles

Leave a Comment