কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয় স্নেহাশীষ চক্রবর্তী পার্থ ভৌমিক উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার।স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গনেশন। রাজভবনে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ বাকি মন্ত্রীরাও উপস্থিত ছিলেন ।মমতার বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এদিন ৮ জন নতুন মুখকে নিয়ে আসা হল। শপথ গ্রহণ পাঠ করালেন নতুন রাজ্যপাল
সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডের প্রয়াণে পঞ্চায়েত ও ক্রেতা সুরক্ষা দফতর খালি ছিল। ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়ের শিল্প সহ-৩ দফতর মুখ্যমন্ত্রীর হাতে ছিল। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার বিকেলে মন্ত্রীসভায় রদবদলের বিষয়টি ঘোষণা করা হবে। কে কোন মন্ত্রক পাবেন আর কার হাত থেকে মন্ত্রিত্ব যাবে, সেটা অবশ্য আগের দিন খোলসা করেননি তিনি। শুধু এটুকু জানিয়েছেন, চার-পাঁচ জনকে মন্ত্রীসভা থেকে দলের কাজে লাগানো হবে। পাঁচ-ছ’জনকে নতুন নিয়ে আসা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অনেকগুলি দফতর তাঁর নিজের হাতেই রয়েছে। সেই দায়িত্ব সামলাতে নতুন পাঁচ-ছ’জনকে মন্ত্রীসভায় আনা হবে। আর বর্তমান মন্ত্রীসভা থেকে চার-পাঁচজনকে দলের কাজে ব্যবহার করা হবে। রাজ্য মন্ত্রীসভায় ৪৪ জন সদস্যের মধ্যে আপাতত তিনটি আসন শূন্য ছিল।
Topics
Governor La Genesan CM Mamata Banerjee Oath Taking Ceremony Administration Kolkata