৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের বড় এক বড় জয়
৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের বড় এক বড় জয়। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে জয়ের মুকুট উঠল একাধিক ভারতীয়ের মাথায়। পুরস্কৃত হল শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ব্যান্ড । সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য গ্র্যামি জিতে নিয়েছে ‘শক্তি’। বিনোদনের দুনিয়ায় অন্যতম সেরা সম্মানের মঞ্চে দাঁড়িয়ে ভারতকে ধন্যবাদ জানালেন শিল্পী।
সঙ্গীতদুনিয়ার সবথেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’ পুরস্কৃত হল তাঁদের সাম্প্রতিক অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য। যেখানে শঙ্কর-জাকিরের সঙ্গে সঙ্গত দিয়েছেন জন ম্যাকলাফিন, ভি সেলভাগণেশ এবং গণেশ রাজাগোপালনরা।
ইতিমধ্যেই গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই গর্বের মুহূর্ত শেয়ার করা হয়েছে। যা দেখে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে দেশবাসী। এই মুহূর্তে ভারতের জন্য এটি একটি গর্বের দিন। গ্র্যামির হাতে শঙ্কর ব্য়ান্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে শঙ্কর মহাদেবনের মন্তব্য, “ধন্যবাদ ঈশ্বর। তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদেরও। ভারত আমরা তোমার জন্য গর্বিত। তবে সর্বশেষে বলব, আমি আমার এই পুরস্কার আমার স্ত্রীকে উৎসর্গ করলাম। যাঁকে নিয়েই আমার গানের প্রতিটা কথা লেখা। ভারতীয় মিউজিক কম্পোজার এবং গ্র্যামি বিজেতা রিকি রেজও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেনকে।”