Home সংবাদবর্তমান ঘটনা গুজরাটের মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে মোদি

গুজরাটের মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে মোদি

মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেল নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘুরে দেখলেন গুজরাটের দুর্ঘটনাস্থল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেল নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘুরে দেখলেন গুজরাটের দুর্ঘটনাস্থল। মোরবির ঘটনা নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, মোদির নেতৃত্বে এদিন হবে উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রীকে সেতু বিপর্যয়ের রিপোর্ট দেওয়া হবে। ইতিমধ্যেই এই ঘটনায় সিট গঠন করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত নয়জনকে।

রবিবার সন্ধের সময় গুজরাটের মোরবি জেলার মচ্ছু নদীতে ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন কেবল ব্রিজ। এই দুর্ঘটনায় ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ঝুলন্ত সেতুর তার যখন ছিড়ে যায় তখন নারী ও শিশু সহ প্রায় ৫০০ জন ছিলেন সেই সেতুর উপর। এই ঘটনায় ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করা হয়েছে। যারা বৃষ্টির ভেঙে পড়ার কারণ তদন্ত করে খতিয়ে দেখছেন। টানা সাত মাস ধরে সেতুটি মেরামতি হওয়ার পরেও কিভাবে ভেঙে পড়ল, সেই নিয়ে আপাতত তদন্ত চালাচ্ছে এই বিশেষ কমিটি। যাবতীয় রিপোর্ট পেশ করতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে।

এদিকে মেরামতের পর নির্ধারিত সময়ের তিন দিন আগেই খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি। এমনকি সুরক্ষা সংসদ পত্র নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ভার বহন ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। ক্ষমতার থেকেও অতিরিক্ত মানুষ সেতুতে উঠেছিলেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিপর্যয়ের নেপথ্যে মিলেছে গাফিলতির প্রমাণ।

Related Articles

Leave a Comment